আবেদনময়ী নায়িকা মিষ্টি জান্নাত
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের জন্মদিন আজ। ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
![সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা এই অভিনেত্রী নিজের করা নানা মন্তব্যর জন্য বারবার খবরের শিরোনাম হন। ছবি: ফেসবুক থেকে](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/01-20240902170756.jpg)
![মিষ্টি জান্নাত অভিনীত এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা চারটি। লাস্যময়ী এ অভিনেত্রীকে পর্দায় খুব বেশি দেখা না গেলেও সব সময় সরব থাকেন সোশ্যাল মিডিয়ায়। ছবি: ফেসবুক থেকে](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/02-20240902170806.jpg)
![কিছুদিন আগে উপহার পাওয়া নিয়ে কথা বলে ভাইরাল হয়েছিলেন লাস্যময়ী এ নায়িকা। ছবি: ফেসবুক থেকে](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/03-20240902170818.jpg)
![সুযোগ পেলেই দেশ-বিদেশ ঘুরে বেড়ান তিনি। ছবি: ফেসবুক থেকে](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/04-20240902170828.jpg)
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের জন্মদিন আজ। ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।