কুয়াকাটার ক্ষুদ্র জেলেদের জীবন যুদ্ধ চলছেই
কুয়াকাটার উপকূলের ক্ষুদ্র জেলেদের জীবন যুদ্ধ চলছেই চলছে। চলতি মৌসুমের শেষের দিকে এসেও লাভের মুখ দেখতে পারেনি কোনো জেলে। একদিকে সংসারে অভাব অনটনের জ্বালা অন্যদিকে মাথায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা উপকূলের জেলেরা। তবুও প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তারা।









