ইতিহাসের আয়না স্বাধীনতা জাদুঘর
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর আমাদের নতুন প্রজন্মের কাছে ইতিহাসের আয়নার মত কাজ করছে। এ জাদুঘরের ছবি নিয়ে অ্যালবাম সাজানো হয়েছে।
![সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর আমাদের নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানার অন্যতম দর্শনীয় স্থান। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-120161207131131.jpg)
![স্বাধীনতা জাদুঘরে মুক্তিযুদ্ধের নানা ধরনের নিদর্শন দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-220161207131142.jpg)
![স্বাধীনতা জাদুঘরটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যার বাস্তব নিদর্শনে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-320161207131153.jpg)
![এ যেন মুক্তিযুদ্ধেধর জীবন্ত চিত্র। নতুন প্রজন্মের কাছে এ ছবি সত্যিই বিস্ময়ের।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-420161207131238.jpg)
![স্বাধীনতা জাদুঘরটি ১৪৪টি প্যানেলে বাঙালি ও বাংলাদেশি জাতিসত্তার স্বাধীনতার ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-520161207131247.jpg)
![আলোকচিত্রের মধ্যে রয়েছে মুঘল আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের ছবি, বাংলাদেশের বিভিন্ন প্রত্নত্ত্বিক নিদর্শনের ছবি। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-620161207131327.jpg)
![ছবি তুলে নিচ্ছেন দর্শনার্থীরা। মুক্তিযুদ্ধের এসব ছবি দেখে যেন কিছুতেই চোখ ফেরানো যায় না। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-720161207131342.jpg)
![১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের বিশাল আকৃতির ছবি। এ ছবি আমাদের বীরত্বের কথা জানান দিচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Shadinota-Jadughar-820161207131357.jpg)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর আমাদের নতুন প্রজন্মের কাছে ইতিহাসের আয়নার মত কাজ করছে। এ জাদুঘরের ছবি নিয়ে অ্যালবাম সাজানো হয়েছে।