বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন মো. রেদুয়ান মোল্লা নামের এক যুবক। ছবি: এসকে রাসেল
১/৫
রেদুয়ান কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন।
২/৫
জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তা থেকেই কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন। এবার বাড়ির পাশের ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন।
৩/৫
তিনি এবার ২৬ শতক জমিতে শসা চাষ করেছেন।
৪/৫
বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে মণপ্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তিনি দেড় থেকে ২ লাখ টাকার শসা বিক্রি করতে পারবেন।
৫/৫
এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন।