ভিডিও EN
  1. Home/
  2. মতামত

জয়ের ধারায় টাইগার বাহিনী

প্রকাশিত: ০৫:০৪ এএম, ১০ নভেম্বর ২০১৫

অনেক অনিশ্চয়তা ও অপ্রাপ্তির মধ্যেও বাংলাদেশের টাইগার বাহিনী একের পর এক জয় ছিনিয়ে এনে আনন্দে ভাসাচ্ছে দেশের ক্রীড়ামোদি মানুষজনকে। জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা বধের পর আবারও জিম্বাবুয়েকে হারিয়েই টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ নিলো বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক ম্যাচ বাকি থাকতেই ৫৮ রানে ২-০ তে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ। সেইসঙ্গে দেশের ক্রীড়ামোদি মানুষজনকে আরও আশাবাদী করে তুললো টাইগার বাহিনী। তারা এখন অপেক্ষায় বাংলাওয়াশের।

বাংলাদেশের মানুষ খেলা অন্তপ্রাণ। বিশেষ করে ক্রিকেটের প্রতি দুর্বলতা যেন একটু বেশি। মূলত দর্শকের বিপুল আগ্রহই বাংলাদেশের ক্রিকেটকে অল্প সময়ের মধ্যে অনেকদূর নিয়ে গেছে। ক্রিকেটের রথী-মহারথীরাও এখন বাংলাদেশকে সমীহ করে চলে। বড় বড় সব দলকেই হারিয়েছে বাংলাদেশ। এখন বিশ্বকাপ জয়ের স্বপ্নই টাইগার বাহিনীর সামনে।

খেলাধুলার আয়োজনেও এগিয়ে বাংলাদেশ। জানুয়ারিতেই হচ্ছে অনূর্ধ ঊনিশ বিশ্বকাপ। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ অবকাঠামোগত অনেক উন্নতিও হয়েছে এক্ষেত্রে।  আইসিসির একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের কে জানান, যে কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ প্রস্তুত। এক্ষেত্রে খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আন্তর্জাতিক মানের নিরাপত্তা দেওয়ার কথাও বলেন তিনি।

দুঃখজনক হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের অভাবনীয় উন্নতি অনেক ক্রিকেট শক্তিই ভালভাবে দেখছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে তাদের নির্ধারিত সফর স্থগিত করেছে। একই পথ অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চলছে। এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি। এসব দিক বিবেচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আশা করি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অচিরেই বাংলাদেশ সফর করবে। কোনো জুজুর ভয় এক্ষেত্রে কাজ করবে না- এমনটিই আশা করে এদেশের মানুষজন।   

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির আজ ১৫ বছর পূর্তি হচ্ছে। ওয়ানডেতে কৃতিত্বের পাল্লা ভারী থাকলেও টেস্টে এখনও ম্রিয়মাণ বাংলাদেশ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। নতুন নতুন কৌশল নির্ধারণ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ক্রিকেটের সবগুলো ফরম্যাটে টাইগার বাহিনী ভালো করুক এটাই দেখতে চায় দেশের মানুষ।  মাশরাফি-সাকিব-মুশফিক বাহিনী তাদের সে প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমাদের বিশ্বাস।

দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয় নিশ্চয় মামুলি কোনো ব্যাপার নয়।  মাশরাফির দল এই জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছরের নভেম্বরে শুরু করেছিল বিজয়ধারা, এবার নভেম্বরেই তাদের হারিয়ে হল স্বপ্নপূরণ। টানা পাঁচ সিরিজ জয়ে আমরা  বাংলাদেশ ক্রিকেট দল এবং সংশ্লিষ্টদের জানাই আন্তরিক অভিনন্দন।

এইচআর/এমএস