আরএফএলের চেয়ার নিয়ে লিখলেন নির্মলেন্দু গুণ
বাংলাদেশের অন্যতম বৃহৎ পণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সদ্য কেনা চেয়ার-টেবিল নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের অন্যতম কবি ও লেখক নির্মলেন্দু গুণ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে লেখা স্ট্যাটাস তিনি বলেন...
সদ্যকেনা আরএফএল-এর চেয়ার-টেবিলে বসে আমি ল্যাপটপে লিখছি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। আরএফএলকে ধন্যবাদ। মাত্র ৩৭০০ টাকায় দুটো হাতলযুক্ত চেয়ার ( প্লাস্টিক) ও লোহার রডের কাঠামোর উপর পারটেক্স বসানো টেবিল পাওয়া গেছে। অন্যথায় ডাবল দাম দিয়ে আমাকে অটবির চেয়ার-টেবিল কিনতে হতো। আরএফএল-এর প্লাস্টিক ও পারটেক্স সামগ্রী আমাদের বৃক্ষনিধনের হাত থেকে বাঁচিয়ে আমাদের নাগরিক জীবনের চাহিদা মিটানোর ক্ষেত্রে দারুণ কার্যকর ভূমিকা পালন করে চলেছে। বিদেশে এইসব সামগ্রী রফতানিও হচ্ছে প্রচুর।
বিএ/আরআই