ভিডিও EN
  1. Home/
  2. মতামত

শেখ হাসিনাই বারবার টার্গেটে কেনো?

শ ম রেজাউল করিম | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৫ মে ২০২৩

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী সরকারপ্রধান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ ব্যক্তিত্ব একটানা তিন মেয়াদসহ মোট চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি উপমহাদেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার। বর্তমানে তিনি অন্যতম একজন বিশ্বনেতাও বটে।

তিনি একটি স্বাধীন দেশের জাতির জনকের কন্যা, তিনি এদেশের মানুষের অধিকার আদায়ে ইস্পাতকঠিন দৃঢ়তায় প্রতিজ্ঞাবদ্ধ একজন রাজনীতিক, তিনি পরিবর্তনের অগ্রদূত, বিশ্ব পরিমণ্ডলে তিনি অনুকরণীয় ও অনুসরণীয় একজন রাষ্ট্রনায়ক, তিনি সমগ্রবিশ্বের দুর্গতদের কণ্ঠস্বর। অথচ তাঁর বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র, বর্ণনাতীত মিথ্যাচার ও জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। এটি আমাদের জন্য হতাশার, লজ্জার আর পরিতাপের। আর এ কাজটি করছে একটি বিতর্কিত গোষ্ঠি।

প্রশ্ন হলো কারা তারা? যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা, লাল-সবুজের উড্ডীয়মান পতাকা আর ‘জয় বাংলা’ স্লোগান যাদের মাঝে প্রাণ সঞ্চার করে না, মুক্তিযুদ্ধের চেতনা যারা চিন্তায় ও মননে ধারণ করে না, তারাই বারবার টার্গেটে পরিণত করে বঙ্গবন্ধু কন্যাকে। যার সর্বশেষ উদাহরণ রাজশাহী মহানগর বিএনপি’র নেতা আবু সাঈদ চাঁদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ধৃষ্টতাপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিকর বক্তব্য যেমন নিন্দনীয় তেমনি এরকম নেতার পৃষ্ঠপোষক দল বিএনপিও অবশ্যই বর্জনীয়। বিএনপি নেতার এ বক্তব্য থেকে এটি বুঝতে আর বাকি থাকে না যে বিএনপি অবৈধ উপায়ে ক্ষমতা দখলের যে দুরভিসন্ধি করছে, তার একমাত্র বাধা মনে করে বঙ্গবন্ধু কন্যাকে।

যে দলটির জন্ম অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন সামরিক শাসকের উর্দির পকেট থেকে, যে দলটি স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুনর্বাসন করেছিল, যে দলের প্রতিষ্ঠাতা ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল, সে দলের নেতার কাছ থেকে এরকম রাজনৈতিক শিষ্টাচারহীন বক্তব্য ব্যতীত ভালো কিছু আশা করা যায় না।

বিএনপি অবৈধ পন্থায়, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে বিশ্বাসী। গণতন্ত্রে তাদের আস্থা নেই। দলটির রাজনৈতিক ইতিহাসও তাই বলে। দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারাদেশ এখন উত্তাল। সাধারণ মানুষের নিন্দা আর ঘৃণা আবারো প্রমাণ করছে বিএনপির প্রতি গণমাণুষের কোন আস্থা নেই। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ বিএনপি নেতার এ ধরনের গর্হিত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় সম্প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেছেন, ‘মার্কিন দূতাবাস যেকোন ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ়।’

বিশ্ব নেতারা যখন শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছেন, বঙ্গবন্ধু কন্যা যখন দেশের মানুষ আশা-আকাক্সক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, তখনই বিএনপি ও তার দোসর রাজনৈতিক দলগুলোর গাত্রদাহ হয়ে উঠেছেন সাহসী, আত্মপ্রত্যয়ী ও দৃঢ়চেতা নেতা শেখ হাসিনা। তাই তারা আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি নেতার এ বক্তব্য মূলত তারই বহিপ্রকাশ।

রাজনীতিতে পরাস্ত হয়ে, দেশে-বিদেশে শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রলাপ বকছে দলটির অধিকাংশ নেতাকর্মী। কখনও ২৭ দফা, কখনও ১০ দফা আর কখনো ১ দফার নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় তারা লিপ্ত। এসব দফা অবৈধ, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করে দেশকে আবার জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার অপকৌশল মাত্র। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের মানুষকে অন্ধকারের জিঞ্জির পরানো যার চূড়ান্ত পরিণতি।

শুধু দেশেই নয় সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যার অদম্য চেষ্টা, সেই শেখ হাসিনাই কেন বারবার ষড়যন্ত্রকারীদের টার্গেট? ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যার পর দীর্ঘ ছয় বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালে দেশের মানুষের আলোর দিশারী হয়ে পিতা-মাতা, ভাই, আত্মীয়-পরিজন হারা শোকে বিহ্বল বঙ্গবন্ধু কন্যা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। যে ঘাতক বুলেট পরিবারের অধিকাংশ সদস্যসহ জাতির পিতাকে কেড়ে নিয়েছিল, সেই বুলেটই জাতির পিতার কন্যা শেখ হাসিনার পিছু নেয় দেশের মাটিতে পা রাখার পর থেকেই। অন্তত ২০ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল জাতির পিতার উত্তরাধিকার শেখ হাসিনাকে।

বঙ্গবন্ধু কন্যার ওপর প্রথম আক্রমণ হয় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি। ওইদিন চট্টগ্রামের লালদীঘি ময়দানের খুব কাছে আটদলীয় জোটের মিছিলে শেখ হাসিনাকে হত্যা করতে পুলিশ ও বিডিআর গুলি ছোড়ে। পরের বছর ১৯৮৯ সালের ১১ আগস্ট বাড়িতে থাকা অবস্থায় বুলেট-গ্রেনেড ছোড়া হয় ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে। ১৯৯১ সালের ১১ সেপ্টেম্বরের উপনির্বাচনে ভোট দেয়ার পর কেন্দ্র পরিদর্শনে গেলে রাজধানীর গ্রিন রোডে তাঁকে লক্ষ্য করে গুলি ও বোমাবর্ষণ করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলি তাঁর গাড়িতে লাগলেও অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী ও নাটোর রেলস্টেশনে বৃষ্টির মতো গুলি ছুড়ে তাঁর ওপর হামলা হয়। ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর রাজধানীর রাসেল স্কয়ারে এবং ১৯৯৬ সালের ৭ মার্চ একই কায়দায় তাঁর ওপর হামলা চালানো হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়াতে ২০০০ সালের ২০ জুলাই ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা।

জনসভাস্থলের অদূরে ও হ্যালিপ্যাডে ৮৪ কেজি ও ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে তাঁকে হত্যার পরিকল্পনা করেছিল জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদ। পরের বছর ২০০১ সালের ২৯ মে খুলনার রূপসা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন স্থলে বোমা পুঁতে রাখা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে। ওই বছরই ২৫ সেপ্টেম্বর নির্বাচনী প্রচারে সিলেটে গেলে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চের পাশেই ঘটে বোমা হামলা।

২০০২ সালের ৪ মার্চ নওগাঁয় বিএমসি সরকারি মহিলা কলেজের সামনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়। একই বছরের ২৯ সেপ্টেম্বর বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা সাতক্ষীরার কলারোয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে শেখ হাসিনার গাড়ি বছওে হামলা চালায়। ২০০৪ সালের ২ এপ্রিল বরিশালের গৌরনদীতে শেখ হাসিনার গাড়িবহরে গুলিবর্ষণ করে বিএনপি-জামায়াতের ঘাতকচক্র।

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ স্থলে নারকীয় ও ভয়াবহ গ্রেনেড হামলার ইতিহাস সবার জানা। সে দিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় প্রধান শেখ হাসিনা। যে হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। ২০০৭ সালে সাবজেলে বন্দি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার খাবারে স্লো পয়জন দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। স্লো পয়জনিংয়ের কারণে একসময় শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

২০১১ সালে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র সুইসাইড স্কোয়াড গঠন করেছিল শেখ হাসিনাকে হত্যার জন্য। ২০১৪ সালের শেষদিকে প্রশিক্ষিত নারী জঙ্গিদের মাধ্যমে মানববোমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়। ২০১৫ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে কারওরান বাজারে তার গাড়িবহরে বোমা হামলা চালানোর চেষ্টা চালায় জঙ্গি সংগঠন জেএমবি।

২০১৬ সালের জুনে বঙ্গবন্ধু কন্যাকে বহনকারী বিমান হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ধাতব পদার্থের উপস্থিতি থাকায় নামতে গিয়ে আবার ওপরে উঠে যায়। ধারণা করা হয়েছিল ওই বস্তুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতো তাঁকে বহনকারী বিমান। এরপর ২০১৬ সালের ২৭ নভেম্বর সরকারি সফরে হাঙ্গেরি যাওয়ার পথে বিমানের নাট ঢিল করে রাখা হয়েছিল তাকে হত্যার পরিকল্পনায়।

সবশেষ ২০১৭ সালেও শোকের মাস আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। বারবার বর্বরোচিত হামলা-হত্যা চেষ্টা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের ব্যুহ ভেদ করে শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি আর প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক দেশ হিসেবে পরিচত বাংলাদেশকে নিয়ে এসেছেন সমৃদ্ধির পথে। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শেখ হাসিনাকে এতবার হত্যাচেষ্টার কারণ অনুসন্ধানে যে অমোঘ সত্যাতি সামনে আসে, তা হলো আজন্ম দৃঢ়প্রত্যয়ী আর আত্মবিশ্বাসী শেখ হাসিনা স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করেছেন। অসাংবিধানিক সরকারকে প্রতিহত করেছেন। দেশে সাংবিধানিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। মানবিক রাষ্ট্রনায়ক হয়ে তিনি মানবাধিকারের প্রোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছেন এবং রায় কার্যকর করেছেন। তাঁর নেতৃত্বেই পথ হারানো বাংলাদেশ সঠিক পথে চলতে শুরু করেছে। তাঁর হাত ধরেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে এসেছে। এ কারণে দেশ ও বিদেশে স্বাধীনতাবিরোধী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিভিন্ন সময়ে ঐক্যবদ্ধ হয়ে, কখনও কখনও সরকারের সহায়তা নিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি স্বাধীনতাবিরোধী সামরিক শাসক ও স্বৈরাচারী সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে এবং শেখ হাসিনার হত্যা চেষ্টাকারীদের পুনর্বাসন করেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার সপক্ষ শক্তিকে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে। ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে শেখ হাসিনাই বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল। দেশ ও জাতির স্বার্থে তাঁকে বড় বেশি প্রয়োজন। তিনি ভালো থাকলে, নিরাপদ থাকলে বাংলাদেশ আর বাংলাদেশ মানুষ এমনকি বিশ্ববাসীও ভালো থাকবে।

লেখক: এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এইচআর/জেআইএম

আরও পড়ুন