ভিডিও EN
  1. Home/
  2. মতামত

কী হচ্ছে আফগানিস্তানে?

ইয়াহিয়া নয়ন | প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ মে ২০২২

তালেবানদের ঘোষণায় আফগানিস্তান এখন ইসলামিক আমিরাত। তাদের ভাষায় যার যা খুশি তাই করতে পারবে না। যার যা খুশি তা পরতে পারবে না। যার যেদিকে খুশি যেতে পারবে না। সবকিছু নিয়ন্ত্রণ করবে তালেবান সরকারের ‘নীতি পুলিশ’। অন্ন-বস্ত্রের সংকটে সরকার নয়, ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে হবে।

এর আগের একটি লেখায় লিখেছিলাম, চীনের কক্ষপথে আফগানিস্তান। সে বলয় থেকে আফগানিস্তান এখনও সরে যায়নি। সে দেশের খনিজ উত্তোলন-অনুসন্ধানে অন্য দেশগুলো পোটলা গুছিয়ে চলে গেলেও, চীনের কোম্পানিগুলো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে কলকাতার কাগজে একজন অর্থনীতিবিদ লিখেছেন, আফগানিস্তানে বিপুল অর্থনৈতিক কর্মযজ্ঞ থেকে সরে এসে ভারত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান হয়েছে চীন-রাশিয়া। এ সপ্তাহে ঢাকার কাগজগুলোতে খবর হয়েছে আফগানিস্তানে বাংলাদেশের সহায়তা। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ আফগান জনগণের খাদ্যসহায়তা তহবিলে এক কোটি টাকা দিচ্ছে।

শহর-গ্রামের হাটবাজার পাহারা দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের ‘নীতি পুলিশ’। যদিও তাদের পোশাকে পুলিশ নয় বরঞ্চ অনেকটা খাদ্যনিরাপত্তা কর্মকর্তাদের মতো দেখাচ্ছে। তাদের কাজ, তালেবানের কট্টোরপন্থি নীতি অনুযায়ী আফগানিস্তানের নতুন ‘ইসলামিক’ পরিচয় নিশ্চিত করা। তারা এজন্য সব বিষয়েই নজরদারি করে। কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য আছে কি না তা পরীক্ষা করে দেখেন তারা। আবার কোনো দোকানে নারীর ছবি সংবলিত পোস্টার থাকলে তাও সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছেন তারা।

সেদেশে বিদেশি সাংবাদিকদের বিষয়ে কড়াকড়ির মধ্যেও এরকম একটি নীতি পুলিশের দলকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছে বিবিসি। ওই দলের সব থেকে কনিষ্ঠ সদস্য মাদরাসাছাত্র মাহমুদ ফাতিহ। ২৫ বছরের এই যুবক এক জনসমাবেশ লক্ষ্য করে ক্ষুদ্র বক্তব্য রাখছিলেন।

তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে, নিয়মিত নামাজ পড়া এবং পুরুষদের দাড়ি বড় রাখার গুরুত্ব। দাড়ি রাখা ইসলামে মহানবির আদর্শ এবং এর অনেক অন্য অনেক সুবিধাও আছে। তিনি তার সঙ্গে থাকা অন্য তালেবান সদস্যদের দেখিয়ে বলেন, তাদের সবার দুই বা তিনটি স্ত্রী আছে। তাই দাড়ি হচ্ছে শক্তিরও একটি উৎস।

শুধু বক্তব্য দেওয়াই নয়, তারা রাস্তাঘাটে কিংবা মার্কেটের নানা সমস্যা সমাধানেরও চেষ্টা করেন। এক দোকানদার অভিযোগ করেন যে, তালেবানের এক সদস্য তার কাছে বিনামূল্যে মোবাইল ফোন দাবি করেছে। তখন ওই তালেবান সদস্যদের ফোন নম্বর টুকে রাখেন ফাতিহ।

প্রতিশ্রুতি দেন, এ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের বিষয়ে নজরদারি করলেও তাদের মূল কাজ হচ্ছে নারীদের পোশাক সম্পর্কে তালেবানের নতুন নীতির প্রয়োগ নিশ্চিত করা। এ মাসের প্রথম সপ্তাহে তালেবান নির্দেশ দেয় যে, দেশের সব নারীকে অবশ্যই মুখমণ্ডল ঢেকে রাখা পোশাক পরতে হবে। এছাড়া পুরুষ অভিভাবক ছাড়া কোনো নারীকে বাইরে পেলে তাকে জেলে ভরা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

মার্কেটের সামনে দুটি ছবি ঝুলানো হয়েছে, এতে দেখানো হয়েছে নারীদের কীভাবে পোশাক পরতে হবে। এর নিচে লেখা আছে, মুসলিম নারীদের অবশ্যই ইসলামিক পোশাক পরতে হবে এবং এটিই শরিয়ার নির্দেশ। আফগানিস্তান আগে থেকেই একটি রক্ষণশীল দেশ এবং দেশটির বেশিরভাগ নারী বোরকা পরায় অভ্যস্ত।

যদিও কাবুলের মতো শহরগুলোতে কিছু আধুনিক পোশাক পরিহিতা নারীদেরও দেখা মিলতো। তালেবান ক্ষমতা দখল করেই নারীর পোশাক নিয়ে নানা নীতি প্রণয়ন করতে থাকে। প্রথমে তারা হিজাব অনুমোদন করলেও এখন শুধু বোরকাকেই অনুমোদন দেওয়া হয়।

দিন দিন আরও কট্টর হয়ে উঠছে তালেবান। টেলিভিশনেও নারী সংবাদ পাঠিকাদের জন্য মুখমণ্ডল ঢেকে রাখার নিয়ম করা হয়েছে নতুন করে। তালেবানের সদস্যরা বলেন, আমরা দেখলেই বুঝতে পারি কোন নারী পর্দা করছে আর কে করছে না।

যদি কোনো নারী পুরোপুরি তার সীমা অতিক্রম করে তাহলে আমরা তার পুরুষ অভিভাবককে খুঁজে বের করি। তাদের প্রশ্ন করা হয় যে, কোন অধিকারে তারা নারীদের এরকম পোশাক পরতে বাধ্য করছে? তারা বলেন, এটা কোনো সরকারের নির্দেশ নয়, এটা আল্লাহর নির্দেশ। যদি কোনো নারী তার মুখমণ্ডলই না ঢাকেন তাহলে পর্দা করার প্রয়োজনটা কী! বিশ্বের মুসলিম দেশগুলোতে যদিও নারীদের মুখমণ্ডল ঢেকে রাখা বাধ্যতামূলক নয়।

তালেবানের এই ইন্সপেক্টররা পিকআপ ট্রাকের পেছনে বসে শহর ঘুরে বেড়ান। তারা বিভিন্ন বাস থামিয়ে ভেতরের অবস্থা দেখেন। কোনো পুরুষ যাত্রী কোনো নারী যাত্রীর কাছাকাছি বসেছে কি না তা যাচাই করেন। কোনো নারী দাঁড়িয়ে আছেন কি না তাও দেখেন তারা।

সর্বশেষ তালেবান যখন ক্ষমতায় ছিল তখন তাদের সদস্যরা প্রায়ই সাধারণ নাগরিকদের মারধর করতো। এখন তাদের এরকম নির্দেশ নেই। কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে ধরে নিয়ে যাওয়ার কথা বলা আছে। তারপর তার থেকে প্রতিশ্রুতি আদায় করা হয় যে, তিনি আর এ ধরনের কাজ করবেন না। এরপর এক বা দুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তালেবান দিন দিন কট্টরপন্থি হয়ে উঠছে তা স্পষ্ট। কীভাবে নারীদের পোশাকের বিষয়ে সাবধান করে দিচ্ছে তালেবান। বোরকা পরার পরও অনেককে হুমকি শুনতে হচ্ছে। মুখমণ্ডল কাপড় দিয়ে না ঢেকে মাস্ক পরে থাকায়ও তালেবানের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। তালেবানরা বলছেন, এটা আর আগের আফগানিস্তান নেই, এটি এখন একটি ইসলামিক আমিরাত। আপনি চাইলেই যা খুশি তা করতে পারেন না।

ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত আফগানিস্তানের মানুষ কবে নিজের পায়ে দাঁড়াতে পারবে? এ প্রশ্নের জবাব আপাতত কারও জানা নেই। খনিজসম্পদে ভরপুর দেশটির সম্পদের মালিক কবে হতে পারবে আমজনতা? নাকি সব সম্পদ চলে যাবে ভিন দেশিদের ঘরে?

দখলদার রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছে দশ বছর। মহাপরাক্রমশালী আমেরিকার বিরুদ্ধে লড়েছে কুড়ি বছর। ওরা তো শূন্যহাতে ফিরে গেছে। কিন্তু এখন যারা বন্ধু হয়ে হাত বাড়িয়ে এসেছে? তারা কি শূন্যহাতে ফিরবে? নাকি সব সম্পদ লুটেপুটে নিয়ে যাবে?

লেখক: সাংবাদিক।

এইচআর/ফারুক/জেআইএম