ভিডিও EN
  1. Home/
  2. মতামত

আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ

প্রভাষ আমিন | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০২২

টানা ১৩ বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই ১৩ বছরে আওয়ামী লীগ রাজনীতিতে, ক্ষমতায়, সরকার পরিচালনায় একচ্ছত্র ও নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত করেছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি গৃহপালিত। রাজপথের বিরোধী দল বিএনপি রাজপথে নেই।

শুধু বিএনপি নয়, রাজনীতিই আসলে রাজপথ থেকে উধাও হয়ে গেছে। কিন্তু প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। রাজনীতিতে বিরোধী দলের শূন্যতা মুছে দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। রাজনীতিতে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। কখনো কখনো মনে হয়, রাজনীতির মাঠ গরম রাখতে ইচ্ছা করেই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বিতা জিইয়ে রাখা হচ্ছে। এই আত্ম প্রতিদ্বন্দ্বিতায় দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে জমজমাট।

একের পর এক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা হারছে, নৌকার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এতে দুটি ব্যাপার ঘটছে, বিএনপি অংশ না নিলেও নির্বাচন হচ্ছে বেশ জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নৌকার ভরাডুবিতে সরকারি দল বড় গলায় বলতে পারছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু এতে যে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিদর জায়গা তৃণমূলে বিভেদের বিষ ঢুকে যাচ্ছে, তা নিয়ে দলটির মাথাব্যথা আছে বলে মনে হয় না।

অতিরিক্ত আত্মবিশ্বাস দলটির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বড় দলে অন্তর্দ্বন্দ্ব থাকেই। টানা ১৩ বছর ক্ষমতায় থাকা দলে সুবিধাবাদীদের ভিড়ও থাকে। তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় অন্তর্দ্বন্দ্বকে যতটা প্রশ্রয় দেয়া হয়েছে, তা অতীতে দেখা যায়নি। আর এ প্রশ্রয়ে অন্তর্দ্বন্দ্ব যতটা সহিংস ও প্রকাশ্য হয়ে উঠছে; তাও অতীতে দেখা যায়নি। কিন্তু দলে দলে আওয়ামী লীগের বিদ্রোহীরা দলের সিদ্ধান্তের বিপক্ষে নির্বাচনে অংশ নিলেও দলটির তাদের ব্যাপারে মুখে কঠোর হলেও বাস্তবে তা নয়। অন্তর্দ্বন্দ্বের এই ক্ষত ভবিষ্যতে আওয়ামী লীগ কীভাবে সামাল দেবে, সেটা দেখার অপেক্ষা করতে হবে।

তবে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ঢাকার পাশের এই নির্বাচনেও আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব নিয়েই মূল আলোচনা। তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দ্বন্দ্ব আজকের নতুন নয়, এই দ্বন্দ্ব পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহমেদ চুনকার সাথে ওসমান পরিবারের দ্বন্দ্ব সেই আদিকালের। আবার দুই পরিবারই আওয়ামী লীগের পরীক্ষিত দুর্গ।

শামীম ওসমানের দাদা এম ওসমান আলী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। ওসমান পরিবারের নেতৃত্ব এখন শামীম ওসমানের কাঁধে। আর চুনকার ঐতিহ্য বহন করছেন তার কন্যা সেলিনা হায়াত আইভী। এই দুই পরিবারের দ্বন্দ্ব নতুন করে প্রকাশ পায় ২০১১ সালে। নারায়ণগঞ্জ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামী লগের মনোনয়ন পেয়েছিলেন শামীম ওসমান। আর নাগরিক কমিটির মনোনয়নে মাঠে নামেন আইভী। সে নির্বাচনে আইভীর কাছে শামীম ওসমান হেরে গেলে দ্বন্দ্ব নতুন রূপ পায়।

২০১৬ সালের নির্বাচনে অবশ্য আওয়ামী লীগের মনোনয়নেই মেয়র নির্বাচিত হন আইভী। এবারও দলের মনোনয়ন পেয়েছেন আইভীই। তার প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা এডভোকেট তৈমুর আলম খন্দকার। সাবেক বলছি, কারণ দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির পদ হারিয়েছেন তৈমুর। বিএনপির পদ হারালেও আওয়ামী লীগের ওসমান অংশের সমর্থন পাচ্ছেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জে লড়াইটা তাই আওয়ামী লগের সাথে আওয়ামী লীগেরই।

ওসমান পরিবারের নেতৃত্ব শামীম ওসমানের হাতে হলেও তার ভাই সেলিম ওসমান আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির সাংসদ। তার আরেক ভাই প্রয়াত নাসিম ওসমানও জাতীয় পার্টির সাংসদ ছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাংসদ শামীম ওসমান বা সেলিম ওসমানের পক্ষে সরাসরি সেলিনা হায়াত আইভীর পক্ষে মাঠে নামা সম্ভব নয়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ জানে সরাসরি মাঠে নামার সুযোগ না থাকলেও শামীম ওসমান এবং তার ভাই সেলিম ওসমানের আশীর্বাদ স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে।

এরই মধ্যে জাতীয় পার্টির কাউন্সিলররা তৈমুরের পক্ষে মাঠে নেমেছেন। তৈমুর আলম খন্দকারের ভাই খোরশেদ আলমের বিপক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়েছেন। তাতে খোরশেদের জয় যেমন নিশ্চিত, তেমনি তিনি তার ভাইয়ের পক্ষে পুরোপুরি মাঠে থাকতে পারেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় রবিউলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেকে বহিস্কার হলেও রবিউল শামীম ওসমানের সাথেই আছেন।

মহানগর ছাত্রলীগও আইভীর পক্ষে মাঠে নামেনি। তাই মহানগর কমিটিই বিলুপ্ত করা হয়েছে। শুধু রবিউল বা ছাত্রলীগ নয়, শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত আওয়ামী লীগের অংশটি নেই আইভীর পাশে। বরং তারা আইভীর ভাবমূর্তি নষ্ট করার নানারকম ষড়যন্ত্রে লিপ্ত। শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খোকন সাহা যুবলীগের এক নেতার কাছে আইভীর নির্বাচনের জন্য ৫ লাখ টাকা চাঁদা চেয়েছেন। সেই অডিও ফাঁস হয়েছে। এই চাঁদা চাওয়া এবং সেই অডিও ফাঁস হওয়ার পুরো ঘটনাকেই সাজানো মনে হচ্ছে। যে খোকন সাহা আইভীর পক্ষে নেই, সেই তিনিই যখন আইভীর নির্বাচনের জন্য চাঁদা চান, তখন খেলাটা বুঝতে কারো অসুবিধা হয় না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আইভী-শামীমের দ্বন্দ্ব মেটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নানারকম হুমকি-ধামকিও দেয়া হচ্ছে। কিন্তু মনে হচ্ছে তাতে কোনো কাজ হয়নি, হবে তেমন সম্ভাবনাও নেই। দলীয় অন্তর্দ্বন্দ্ব জিইয়ে রাখার যে ঐতিহ্য আওয়ামী লীগে রয়েছে, নারায়ণগঞ্জে তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনজুম সুলতানা সীমার পরাজয়ের পেছনে বড় হাত ছিল স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের। কারণ সীমা ছিলেন বাহারের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আফজল খানের কন্যা। প্রায় প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থীকে হারানোয় ভূমিকা রাখলেও কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের সাম্রাজ্যে তার আচর লাগেনি। দলের সিদ্ধান্ত অমান্য করলেও সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন বাহারই। আর সিটি করপোরেশনে পরাজিত সীমা সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন।

২০১১ সালে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করলেও ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেথে অসুবিধা হয়নি আইভীর। আবার আইভীর বিরোধিতা করলেও সংসদ নির্বাচনে দলের মনোনয়ন ঠিকই পেয়েছেন শামীম ওসমান। তার মানে মূল লড়াই হবে মাঠে। শুরুতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলছিলাম, এবার সে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই হচ্ছে। তাই একের পর এক হারছেন নৌকার প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কে জিতবেন, তা যেন জনগণই ঠিক করতে পারে। দলীয় দ্বন্দ্ব যাই থাকুক, নির্বাচন যেন ভালো হয়।

১০ জানুয়ারি, ২০২২

লেখক : হেড অব নিউজ, এটিএননিউজ।

এইচআর/জিকেএস

আরও পড়ুন