ভিডিও EN
  1. Home/
  2. মতামত

ইউএনওর ওপর হামলা আমাদের যে বার্তা দেয়

সৈয়দ ইশতিয়াক রেজা | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০

সপ্তাহ শেষে বৃহস্পতিবারটা অনেক আনন্দ নিয়ে আসে এ কারণে যে, এটি ছুটির শুক্রবারের দিনের আগের দিন। কিন্তু এই বৃহস্পতিবার মানুষ উদ্বেগে কাটিয়েছে। কারণ এক সরকারি কর্মকর্তাকে তারই সরকারি বাসায় হত্যাচেষ্টার খবর মানুষ জেনেছে বৃহস্পতিবার। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার সরকারি বাসভবনে ঢুকে তাকে ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করে। কেন হামলা হলো, সেটা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

শুক্রবারের স্বস্তির খবর ছিল এই যে, অস্ত্রোপচারের পর দুর্বৃত্তের হামলার শিকার ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে, তিনি কথাও বলেছেন। আরেকটু স্বস্তির খবর এই যে, হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

কিন্তু ইউএনওর ওপর এই হামলা যে বার্তা দেয়, যে সংকেত দেয় সেটি কোনো স্বস্তি দেয় না। কথায় কথায় জেলায় জেলায় খুনাখুনি আমরা দেখে আসছি অনেক বছর ধরে, দেখে আসছি চিকিৎসকসহ সরকারি কর্মকর্তাদের ওপর যখন তখন হামলা। কিন্তু উপজেলা পর্যায়ে প্রশাসনের প্রধানের ওপর তারই সরকারি বাসায় হামলা হওয়ায় এমনিতেই সবসময় আতঙ্কে থাকা সাধারণ মানুষ আরও আতঙ্কিতবোধ করছে। মানুষ ভাবতে বাধ্য হয়, পরিস্থিতি যদি এমন হয় যে, সরকারের বড় কর্তা নিজেই তার ঘরে নিরাপদ নন, তাহলে আমরা কোথায় যাব?

হামলায় আটক দুজন সরকারি দলের যুব সংগঠনের নেতা। এই দিনাজপুরের ঘোড়াঘাটেই এর আগে গত মে মাসে পৌর মেয়রকে প্রকাশ্যে যুবলীগ নেতারা উপজেলা চত্বরে পিটিয়েছে। এই আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, ‘আটক হওয়া যুবলীগ নেতা জাহাঙ্গীর বেপরোয়া টাইপের। কিছুদিন আগে আমার ওপরও হামলার চেষ্টা করেছিলেন।’ বোঝা গেল স্বয়ং এমপি এদের সমীহ করে চলেন।

ঘোড়াঘাটে সমস্যা আছে, আইনশৃঙ্খলার সমস্যা। কিন্তু আসলে কোথায় নেই? সামগ্রিক সামাজিক রাজনৈতিক পরিবেশটাই সারাদেশে সহিংস। হামলা পাল্টা হামলা নিত্য ঘটনা। আধিপত্য কায়েমের এই ব্যবস্থাই হলো ‘রাজনীতির সিস্টেম’। রাজনীতির প্রশ্নে পরমতসহিষ্ণুতা আমাদের নেই বললেই চলে। কিন্তু এখন দুর্বল বিরোধী দলের উপস্থিতিতে আধিপত্য কায়েমের জন্য হানাহানি প্রিয় রাজনৈতিক সংস্কৃতিতে নিজের দলের প্রতিপক্ষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তা কেউই আক্রমণ থেকে বাদ যাবে না।

ইউএনওর বাসায় ঢুকে তাকে মেরে ফেলার চেষ্টা বড় ঘটনা। পুলিশ ও র‌্যাব দ্রুতই মূল আসামিসহ কয়েকজনকে আটক করেছে। প্রত্যাশাও আছে যে, ঘটনার কারণ বের হবে। দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য সবার। প্রশাসনের কর্মকর্তা হামলার শিকার হয়েছেন, তাই প্রশাসন খুব তৎপর। কিন্তু এর আগে সরকারি চিকিৎসকসহ বহু সরকারি কর্মকর্তা হামলার শিকার হয়েছেন, সেগুলোর সময়ে প্রশাসনের এত তৎপরতা কেন চোখে পড়েনি সে কথা উঠতে পারে। সবার চাওয়া এই মুহূর্তে, বিতর্কে না গিয়েও সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলার একটা নির্মোহ আলোচনা হোক সমাধান সূত্র বের করতে।

যেভাবে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়েছে, তার অনুপুঙ্খ তদন্ত জরুরি। তদন্তের ফল প্রকাশের পূর্বে এমন হিংস্রতার কার্যকারণসূত্র সম্পর্কিত কোনো অভিমত প্রকাশ করছি না। কিন্তু মানুষের চাওয়া আছে। মানুষ বুঝতে পারে জেলায় জেলায় রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন নিগ্রহ, খুন-জখম ও গৃহদাহের প্রতিটি ঘটনাই আইনের শাসনকে উল্লঙ্ঘন করে এবং সরকারের প্রশাসনিক ভাবমূর্তিকে মলিন করে।

হামলাকারী সন্দেহে আটক দুই ব্যক্তির রাজনৈতিক পরিচয় আছে। তারা শাসক দলের সাথে জড়িত। তবুও হয়তো কথা আসবে, সন্ত্রাসীর কোনো দল নেই। আমরা বলতে চাই সন্ত্রাসীর দলীয় এবং রাজনৈতিক পরিচয় থাকে। রাজনীতির যে পরিকল্পিত দুর্বৃত্তায়ন ঘটেছে (যে কারণেই হোক), যেভাবে চিহ্নিত সমাজবিরোধী ও দুষ্কৃতকারীরা দলে দলে দলের ছায়ায় আশ্রয় নিয়েছে, তাতে এ কথা আর বলা চলে না যে, সন্ত্রাসীর কোনো দল নাই। বরং কী করে তারা দলে ঢুকল, কাদের প্রশ্রয়ে তারা দুর্বীনিত ও বেপরোয়া হয়ে উঠল সেটি বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া বেশি জরুরি এসব বিতর্ক ও কৃতর্ক করার চেয়ে।

নিরীহ জনসাধারণকে সন্ত্রস্ত রেখে সমাজজীবনে দলের আধিপত্য প্রতিষ্ঠা করা গেলেও সুশাসন কায়েম করা যায় না। আওয়ামী লীগ পরপর টানা তিন মেয়াদে এখন ক্ষমতায়। নিজের ত্যাগী কর্মীরাই আফসোস করে যে, তারা বঞ্চিত, বরং অন্য দল থেকে অনেক দুর্বৃত্ত দলে ঢুকে দল ও দেশের ক্ষতি করছে। এই অভিযোগটি গুরুতর। দুষ্কৃতকারীরা অনেকেই কেবল তাদের ছত্রটি পরিবর্তন করে শাসক দলে ঢুকেছে, কিন্তু তাদের মূল রাজনীতির রীতি অপরিবর্তিত রেখে অপকর্ম করে চলেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অনেক সময়ই এদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিন্তু কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। পরিবর্তনের দায়িত্ব নেতৃত্বকে নিতে হবে। দলীয় নেতৃত্ব যদি এই দুর্বৃত্তায়নের প্রক্রিয়ায় ছেদ টানতে যথার্থ ভূমিকা রাখতে চান তাহলে সবার আগে দুর্বৃত্তায়নের সংস্কৃতি হতে দলকে টেনে বের করতে হবে। কাজটি দুরূহ। রাতারাতি হওয়ারও নয়। কিন্তু এ ধরনের পৈশাচিক বর্বরতাকে থামাতেই হবে।

লেখক : প্রধান সম্পাদক, জিটিভি।

এইচআর/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি
  2. ০১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ ক্রমেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার
  3. ০২:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউএনওর ওপর হামলার তদন্ত চলছে : আইজিপি
  4. ০১:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ শক্তি নেই বোধ আছে, শনিবার পর্যন্ত এইচডিইউতেই থাকবেন ওয়াহিদা
  5. ০৩:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ‘ইউএনওর বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি’
  6. ১২:৫২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, খাচ্ছেন তরল খাবার
  7. ১২:২৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থার কিছুটা উন্নতি
  8. ০৭:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে প্রচার হতাশাব্যঞ্জক
  9. ১২:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই : স্বাস্থ্যমন্ত্রী
  10. ১১:২১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর হামলাকারী আসাদুলকে আদালতে তোলা হবে আজ
  11. ০৯:৩৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ৩ জন আটক
  12. ০৮:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও'র ওপর হামলা, ২ আসামি সাতদিনের রিমান্ডে
  13. ০৫:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘চুরির ঘটনা নয়, পরিকল্পিত আক্রমণ’
  14. ০৪:৩৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদা কথা বলছেন, ডান হাত-পা উঠাতে পারছেন না
  15. ০৪:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার বাবার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড
  16. ০৩:৩৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  17. ১২:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : প্রধান আসামি আসাদুল হাসপাতালে ভর্তি
  18. ০৯:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা আমাদের যে বার্তা দেয়
  19. ১০:০৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে ডিজিকে চিঠি
  20. ০৭:৪৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ‘চুরির উদ্দেশ্যে’ ইউএনও ওয়াহিদার ওপর হামলা
  21. ০৬:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় ৩ জনের দায় স্বীকার
  22. ০৫:১৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হবে : নৌপ্রতিমন্ত্রী
  23. ০৩:৪৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ শঙ্কামুক্ত না হলেও ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি
  24. ০৩:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : জাহাঙ্গীর-আসাদুল যুবলীগ থেকে বহিষ্কার
  25. ১২:৩২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার
  26. ০৮:৩২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার
  27. ১২:৫৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার আট টুকরা হাড় জোড়া দিয়েছেন চিকিৎসকরা
  28. ১২:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ রংপুরে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের নির্দেশ
  29. ১১:৩৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও ওয়াহিদার, রাখা হয়েছে পর্যবেক্ষণে
  30. ১০:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
  31. ০৯:১৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম
  32. ০৮:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে নিয়োগ হচ্ছে আনসার
  33. ০৭:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলাকারীরা পিপিই ও মাস্ক পরা ছিল
  34. ০৭:২৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী কম বয়সী দু’জন
  35. ০৭:১২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইউএনও ওয়াহিদা
  36. ০৭:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়া সম্ভব নয়
  37. ০৬:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওকে কুপিয়ে রক্তাক্ত, ঘটনার বর্ণনা দিলেন মুক্তিযোদ্ধা বাবা
  38. ০৬:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ নিউরোসায়েন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
  39. ০৫:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ও তার বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় নৈশপ্রহরী আটক
  40. ০৫:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, রাতে অস্ত্রোপচার
  41. ০২:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ খুব দ্রুত জানা যাবে কারা ইউএনওর ওপর হামলা করেছেন
  42. ০১:১৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে আহত ইউএনও ওয়াহিদা খানম
  43. ১২:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম