ভিডিও EN
  1. Home/
  2. মতামত

চীনের করোনা বিশেষজ্ঞ দল ও জনপ্রত্যাশা

সম্পাদকীয় | প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৯ জুন ২০২০

করোনাভাইরাস আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। এ তথ্য গতকাল সোমবারের।

উদ্বেগজনক এই পরিস্থিতিতেই বাংলাদেশের করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করতে চীনের ১০ সদস্যের করোনা বিশেষজ্ঞের একটি বিশেষ প্রতিনিধি দল গতকাল সোমবার (৮ জুন) ঢাকায় এসেছেন। তারা বাংলাদেশে ১৪ দিন থাকবেন। এ সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক ও বেসামরিক করোনা হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাবরেটরি পরিদর্শন করবেন। আমরা তাদের সাফল্য কামনা করছি।

গতকাল সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীন থেকে ১০ সদস্যের এই বিশেষ প্রতিনিধি দল এসেছেন। তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক ও বেসামরিক করোনা হাসপাতালগুলোর কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাবরেটরি পরিদর্শন করবেন। সেখানে ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন।

এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় উপদেষ্টা কমিটি, জাতীয় কারিগরি কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এছাড়া তারা অনলাইনের মাধ্যমে সারাদেশের হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হবেন।

এই টিমে রয়েছেন ডেপুটি ডিজি, চিফ ফিজিশিয়ান, ইনফেকশন কন্ট্রোলের চিকিৎসক, ল্যাবরেটরির চিকিৎসক, সেবিকা, ইনটেনসিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞসহ ১০ জন। তারা বাংলাদেশ ভ্রমণ করবেন।

চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাভাইরাস এরইমধ্যে সারাবিশ্বে কেড়ে নিয়েছে চার লাখেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা ৭০ লাখের বেশি। বাংলাদেশও করোভাইরাসের সংকটে পর্যুদস্ত। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

করোনার জন্মভূমি চীন এই সংকট কাটিয়ে উঠছে। তাদের লব্ধ অভিজ্ঞতা বাংলাদেশের করোনারোগীদের চিকিৎসা ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায় সেটি নিয়েই কাজ করতে হবে। আমরা আশা করব চীনের বিশেষজ্ঞ দলের আগমনে বাংলাদেশ উপকৃত হবে। এই মহাদুর্যোগে বাংলাদেশের পাশে থাকার জন্য চীনা প্রতিনিধি দলকে জানাই উষ্ণ অভিনন্দন।

এইচআর/বিএ/পিআর