ঋণের নামে অর্থ আত্মসাৎ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদসহ ৮ আসামির নামে মামলা

ঋণের নামে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে চার কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রীসহ আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে ও বোর্ড সভার অনুমোদন না নিয়ে বেঙ্গল গ্যাস লিমিটেডের উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে মোট ২ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এবং কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের মালিক আব্দুল ওয়াদুদ, তার স্ত্রী মনোয়ারা বেগম, বেঙ্গল গ্যাস লিমটেডের এমডি গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. কামরুজ্জামান ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া রেকর্ডপত্র জমা না দিয়ে বোর্ড সভার অনুমোদন না নিয়ে কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে মোট ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়েছে।
এর মামলার আসামিরা হলেন- আব্দুল ওয়াদুদ, তার স্ত্রী মনোয়ারা বেগম, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. কামরুজ্জামান ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।
বিজ্ঞাপন
এসএম/এমকেআর/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদযাত্রার চতুর্থ দিন: যাত্রী বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন
- ২ বোয়াও সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা
- ৩ অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাস কাউন্টারকে জরিমানা
- ৪ ধানমন্ডিতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪ জনের পরিচয় প্রকাশ
- ৫ স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত