ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আসলাম চৌধুরীর দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৮ মে ২০১৬

বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। খবর-বাসস।

তিনি বলেন, উপ-পরিচালক নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ওই অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের একাধিক সিএনজি স্টেশন, লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি গোযেন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত রোববার বিএনপির নবনিযুক্ত এ যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে আদালতে হাজির করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরএস/এবিএস