শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
নারায়ণগঞ্জের এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে পিটিয়ে ও কান ধরিয়ে উঠ-বস করানো এবং সর্বশেষ বহিষ্কারের প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ চলছে।
মঙ্গলবার বিকেলে ফেসবুকের একটি গ্রুপের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ‘লেখক-শিল্পী-শিক্ষক-সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
‘শুধু একজন শিক্ষক নয় কান ধরে উঠ-বস করেছে বাংলাদেশে’ শিরোনামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অনেকেই প্লাকার্ড নিয়ে দাঁড়ান।
প্লাকার্ডে লেখা রয়েছে, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’, ‘একজন শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনায় বাংলাদেশকেই কান ধরে উঠবস করানো হয়েছে’, `সরি স্যার`, `ইউ আর সরি স্যার`, `কান ধরে হোক প্রতিবাদ` ‘শিক্ষকের পাশে আমরা, হোক প্রতিবাদসহ নানা প্রতিবাদী ভাষায়।
উল্লেখ্য, স্কুল শিক্ষার্থীকে মারধর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথিত অভিযোগে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করিয়ে সাজা দেয়া হয়। এমপির সামনেই এই ঘটনা ঘটে।
এরপর বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়া ব্যাপক তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে চুপ ছিলেন না স্বয়ং শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীও। শিক্ষককে তার শিক্ষার্থীর সামনে কান ধরে উঠবস করানোটা পেনালকোড অনুযায়ী ফৌজদারি অপরাধ বলে মনে করেছেন আইনমন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষককে লাঞ্ছনাকারীদের বিচার হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নেয়ার আশ্বাস দেন তিনি।
তবে সব কিছুর উপর কালিমা দিয়ে লাঞ্ছনার পরবর্তীতে মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার স্কুলের ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
জেইউ/এসকেডি/এমএস