শহিদুল আলম
হাসিনা সরকারের স্বার্থে বিডিআর সদস্যদের কোরবানি দেওয়া হয়েছে

হাসিনা সরকারের স্বার্থে বিডিআর সদস্যদের কোরবানি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম।
তিনি বলেন, দেশের ক্ষতি করে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার জন্য, দেশের বলিষ্ঠ সেনাবাহিনী-বিডিআরকে দুর্বল করতে এই ঘটনা ঘটানো হয়েছে। সরকার নিজের স্বার্থে বিডিআরের নির্দোষ সদস্যদের কোরবানি দিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড মামলায় পুনঃতদন্ত কমিশনের প্রজ্ঞাপনে (ঙ) নম্বর ধারা বাতিল ও সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত এবং চাকরিচ্যুতদের পুনঃ বহালের দবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শহিদুল আলম বলেন, আমি কারাগারে থাকা অবস্থায় নিয়মিত বিডিআর সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি। বিডিআর সদস্যদের সাক্ষাতের অনেক নোট আমার কাছে আছে। সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই আমি কথা বলছি। যেই নিপীড়ক সরকারকে আমরা কষ্ট করে হটিয়েছি। এই নিপীড়ক সরকার তার ব্যক্তি ও দলের স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে। এটা পরিষ্কার যে এর পেছনে তাপস, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>>>
তিনি আরও বলেন, কারাগারে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে। অনেকের নাম আমি বলতে পারবো। ছোট করে যদি বলি হবিগঞ্জের বিডিআর সদস্য রিয়াজ হোসেন চৌধুরী। সে মামলার ৩১২ নম্বর আসামি। সে মেজর শফিকুল ইসলামের বডিগার্ড ছিলেন। বিদ্রোহের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে শফিকুল ইসলামের স্ত্রীকে পালাতে সহযোগিতা করেন। যাতে তিনি নিরাপদে বের হতে পারেন। শুধু রিয়াজ না তাদের মতো শত শত বিডিআর সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে। এই সব নিরীহ মানুষগুলো দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রয়েছে।
বিজ্ঞাপন
এএএম/এসআইটি
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুতেরেসের উদ্বেগ: তৌহিদ
- ২ অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
- ৩ লাখ টাকার চুক্তিতে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক, থানায় মামলা
- ৪ চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো সাজ্জাদ ঢাকায় গ্রেফতার
- ৫ ঈদে বাড়ি ফিরতে ২৬ মার্চের ট্রেনের টিকিট মিলবে আজ