বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়াচ্ছে পিজিসিবি
চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। এরই অংশ হিসেবে ঢাকার কেরাণীগঞ্জে ২৩০/১৩২/৩৩ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ করছে সংস্থাটি।
সাবস্টেশনটি নির্মাণের লক্ষ্যে সোমবার পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিমেন্স লি. ও সিমেন্স বাংলাদেশ লি. যৌথ কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি।
চুক্তিপত্রে বলা হয়, আগামী ২০ মাসের মধ্যে সিমেন্স কনসোর্টিয়াম কেরাণীগঞ্জে সাবস্টেশন নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে। এ কাজে ব্যয় হবে ১৭০ কোটি টাকা। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে এই অর্থায়ন করছে। পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে ঋষি ম্যাগন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঢাকার নবাবগঞ্জ ও মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি নতুন ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণাধীন রয়েছে। এ দু’টি সাবস্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের উৎস হিসাবে কাজ করবে কেরাণীগঞ্জ গ্রিড সাবস্টেশন। এসব স্থানে বিদ্যুতের সমস্যা অনেকাংশে দূর হবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআর) মোহাম্মদ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশ চন্দ্র রায়, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদ সহ উভয়পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকেডি/পিআর