ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

স্থানীয় সরকার নির্বাচন দেশে জনগণের সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান।

এই উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সিটি করপোরেশন কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের দিকে তাকালে দেখা যাবে অনেক সরকারি সেবা জনগণ পাচ্ছে না। প্রশাসক দিয়ে সেবায় ঘাটতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

‘স্থানীয় সরকার নির্বাচন হলে এক্ষেত্রে জনগণের সেবাপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। এ কারণেই প্রধান উপদেষ্টা প্রস্তাবনা আকারে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন’- মাহফুজ আলম।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে জানান ড. ইউনূস।

আরও পড়ুন

এসময় ড. ইউনূস পরবর্তী জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এমইউ/এমকেআর/জেআইএম