ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক সপ্তাহের অভিযানে ২০৬টি মামলা, ২৫টি ইটভাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারাদেশে গত ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অন্যদিকে, আজ (৯ জানুয়ারি) বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন চারটি গাড়ি ডাম্পিং করা হয়।

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ ও তিনটি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী তিনটি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাবনগরে খোলা নির্মাণসামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

আরএএস/এমএইচআর/জেআইএম