ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

প্রতি বছর বর্ষায় চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনকল্পে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি বছর বর্ষায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলবদ্ধতার ফলে নগরবাসীকে নিদারুণ ভোগান্তি পোহাতে হয়। চট্টগ্রামবাসীকে এ ভোগান্তি থেকে মুক্তি দিতে জলবদ্ধতা নিরসনকল্পে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এমইউ/ইএ/জেআইএম