ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৯ জানুয়ারি ২০২৫

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুল ওহাব (৮৭) নামের এক কয়েদি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল ওহাব কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কারাবন্দি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৩৫৯৫৬/১৮। বাবার নাম আমিন উদ্দিন।

বুধবার (৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুল ওহাবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন উদ্দিন জানান, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল ওহাব। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম