ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সচিবালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাংগঠনিক কাঠামো সময়োপযোগী ও সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে পদনামগুলো পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন কর্মচারীরা।

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ চিঠি পাঠিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ বাংক, সুপ্রিম কোর্টের পদনামের সঙ্গে অধীনস্থ দপ্তরগুলোর পদনামের ভিন্নতা রয়েছে। সে অনুযায়ী দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ সচিবালয়ের পদবির পদনামের সঙ্গে মাঠ প্রশাসনের প্রতিষ্ঠানের সঙ্গে পদনামের সঙ্গে স্বতন্ত্র কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯৯৫ সালের ১৩ সেপ্টেম্বর ও ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সচিবালয়ের পুরনো পদনামগুলো দায়িত্ব, সুবিধাদি, বেতন স্কেল ও পদমর্যাদা অপরিবর্তিত রেখে পদনাম পরিবর্তন করে। ২০২২ সালের ১৬ মে বিভাগীয় কমিশনারের কর্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ভিন্ন ভিন্ন গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন করলেও মন্ত্রণালয় ও বিভাগের সমপদনাম, মর্যাদা ও বেতন গ্রেডের পদনামগুলো এখনো পরিবর্তন করা হয়নি।

সচিবালয়ের বিদ্যমান পদনামগুলো সময়োপযোগী ও বাস্তবতার আলোকে পরিবর্তনের জন্য গত ৭ আগস্ট আবেদন করলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ, সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ এবং বিধি অনুবিভাগ বিষয়টি সমাধানে ধীরগতি ও কালক্ষেপণ করে চলেছে বলে কর্মচারীরা চিঠিতে অভিযোগ করেন।

পদনাম পরিবর্তনের ফলে সরকারের অতিরিক্ত কোনো অর্থের সংস্থান প্রয়োজন পড়বে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পদনামে যে পরিবর্তন চান কর্মচারীরা
প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে কর্মচারীরা বিভিন্ন পদের নাম পরিবর্তনের প্রস্তাব করেছেন। ‌তারা প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার বদনাম পরিবর্তন করে উপ-সহকারী সচিব চান।

এছাড়া সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা অ্যান্ট্রি অপারেটরের নাম পরিবর্তন করে অতিরিক্ত উপ-সহকারী সচিব করার প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্লেইন পেপার কপিয়ার, ফটোকপি অপারেটর, দপ্তরি ও অফিস সহায়কের পদনাম পরিবর্তন করে সাচিবিক সহকারী করার প্রস্তাব করেছেন কর্মচারীরা।

আরএমএম/এমকেআর