ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ সম্পাদক শাফায়েত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে পদাধিকারবলে সভাপতি করে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সময়ের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি যুগ্ম সচিব (ড্রাফটিং) মো. রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ উপসচিব (ড্রাফটিং) মো. রাজিব হাসান, দপ্তর সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মৌসুমী দাস, প্রচার সম্পাদক সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) সৌমেন পালিত বাবু।

আরও পড়ুন

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন যুগ্ম সচিব (লেজিসলেটিভ অনুবাদ) মুহ. জাকির হোসেন, যুগ্ম সচিব (ড্রাফটিং) মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) মো. আবু রায়হান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) জিহান বিনতে এনাম, সিনিয়র সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ) মো. আরিফ রাব্বানী খান, সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ ও প্রকাশনা) মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সহকারী সচিব (ড্রাফটিং) মুহাম্মদ হারেস।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ২০২৫-২৬ সময়ের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন বলেন, লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিতে কাজ করা হবে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এ ধরনের যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ করে থাকে। এছাড়া সব মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সব ধরনের চুক্তি, ট্রিটি, অ্যাগ্রিমেন্ট, সমঝোতা স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

কেএসআর/এমএস