ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র-জনতা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জামালখানে প্রেস ক্লাবের সামনে মহেশখালী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছেন। দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মহেশখালীর ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মহেশখালীতে চাঁদাবাজি বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধনে।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আশেকুল ইসলাম আকাশ সঞ্চালনা করেন এ কর্মসূচি। এতে মহসিন কলেজ শিক্ষার্থী মো. আজমগীর সভাপতিত্ব করেন। চট্টগ্রাম মহেশখালী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ বাইজিদ হোসাইন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সায়েদ মোস্তাফিজ আলম, ক্যাফ ইউথ গ্রুপের চেয়ারম্যান হানিফ নোমান, হাটহাজারী কলেজের শিক্ষক মাসুক ইলাহি, জেলা সমন্বয়ক মো. আরমান শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসির উদ্দীন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, মুহাম্মদ মুহসিন, এম ই এস কলেজ শিক্ষার্থী সায়েদ হোছাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ত্বকি ওসমান, চট্টগ্রাম সিটি কলেজ শিক্ষার্থী আবুল কাসেম প্রমুখ।

এমডিআইএইচ/এসএনআর/এএসএম