ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সচিবালয়ে প্রবেশের চেষ্টা

পুলিশের সঙ্গে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘিরে সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী সচিবালয়ের গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি নিয়ে তারা আজ সচিবালয়ের সামনে আসেন। কিছুক্ষণ সেখানে বিক্ষোভ করার পর তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

দুপুর আড়াইটার একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে গেছেন।

এএএইচ/বিএ/এএসএম

আরও পড়ুন