ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংগঠন গতিশীল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সেল গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৯ এএম, ০৭ জানুয়ারি ২০২৫

 

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেল’ নামে নতুন সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে মুঈনুল ইসলামকে সেল সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য হয়েছেন মোফাজ্জাল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মো. ইসমাইল,আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন ও জাওয়াদ আহমাদ।

এনএস/এমএএইচ/