ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ সফর করলেন কাতার নৌবাহিনী প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

কাতার নৌবাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি দুদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (৬ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই সফরের অংশ হিসেবে আজ সোমবার বনানীস্থ নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদরদপ্তরে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান।

jagonews24

এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে কাতার নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এসময় দুদেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় নৌবাহিনী সদরদপ্তরের পিএসও, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

এর আগে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সফরকালে কাতার নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফর শেষে তিনি আজই ঢাকা ত্যাগ করবেন।

টিটি/এমকেআর/জিকেএস