ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দিল্লির বদলে যেসব দেশ থেকে ভিসা দিচ্ছে রোমানিয়াসহ ৩ দেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে ভারতের দিল্লির বদলে ভিন্ন দেশ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ।

এরই মধ্যে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ১২২ বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছে বুলগেরিয়া।

ভিয়েতনাম ও থাইল্যান্ডের দূতাবাস থেকে বাংলাদেশি ছাত্রদের ভিসা দেওয়ার কথা জানিয়েছে রোমানিয়া।

এছাড়া ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভিসা দেবে বলে জানিয়েছে কাজাখস্তান।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, কিছুদিন আগে দিল্লি থেকে ঢাকায় কিংবা অন্য কোনো নিকটস্থ দেশে সরিয়ে আনা যায় কি না সে ব্যাপারে ইউরোপিয়ান রাষ্ট্রদূতদের অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন: পুনঃতদন্তে নতুন করে ২৫-৩০ জনকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

এ বিষয়ে কিছু অগ্রগতি রয়েছে মন্তব্য করে তিনি জানান, এর আগে আমরা বলেছিলাম যে বুলগেরিয়া তাদের ভিসা বিষয়টা ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। এরই মধ্যে তারা ১২২ জন শিক্ষার্থীকে তারা ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে।

তিনি জানান, রোমানিয়ার সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদের ভিসা দেওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ তিনটি দেশ ছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে তাদের সঙ্গেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ইউরোপিয়ান ডেস্ক ও পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে এ বিষয়ে আরও কিছু ভালো খবর পাওয়া যাবে।

এমইউ/এমএইচআর