জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে অনীহা বাড়ছে দেশবাসীর
এখন সেভাবে চোখে পড়ে না জন্মনিয়ন্ত্রণ নিয়ে সরকারের প্রচার কার্যক্রম। একসময় ব্যাপক প্রচার-প্রচারণা থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছিল। কিন্তু এখন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন কমছে। জাতীয় পর্যায়ে গ্রাম এবং শহর সর্বত্রই দেশবাসীর মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে দেখা দিয়েছে অনীহা। ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও বাড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসভিআরএস প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৩ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ১ শতাংশে যা ২০২২ সালে ছিল ৬৩ দশমিক ৩ শতাংশ। এছাড়া ২০২১ সালে ছিল ৬৫ দশমিক ৬ শতাংশ। অবশ্য এর আগে ২০২০ সালে ৬৩ দশমিক ৯ এবং ২০১৯ সালে এ হার ছিল ৬৩ দশমিক ৪ শতাংশ।
- আরও পড়ুন:
নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি
প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে গ্রামে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার ছিল ৬১ দশমিক ৬ শতাংশ যা ২০২২ সালে ছিল ৬২ দশমিক ৯ শতাংশ। এছাড়া ২০২১ সালে ছিল ৬৫ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে শহরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ যা ২০২২ সালে ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ। ২০২১ সালে ছিল ৬৫ শতাংশ।
এমওএস/এমএইচআর/জেআইএম