নিউমার্কেট: শীতে কাঁপছে ঢাকা, চাহিদা বেড়েছে গরম কাপড়ের
শীতে কাঁপছে রাজধানী ঢাকা। বিগত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। এতে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কাপড় কিনতে মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ । হঠাৎ গরম কাপড়ের বিক্রি বেড়ে যাওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।
শুক্রবার (৩ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে শীতের পোশাক কিনতে আসা লোকজনের ভিড় দেখা গেছে। ক্রেতারা বলছেন, গত কয়েকদিন তুলনামূলক বেশি শীত পড়ায় তারা গরম কাপড় কিনতে এসেছেন। আর হঠাৎ শীত বাড়ায় ব্যবসায়ও লাভ হচ্ছে তাদের।
এসব এলাকা ঘুরে দেখা যায়, নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান প্লাজা, গ্লোব সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেটসহ আশেপাশের সব মার্কেটেই ক্রেতারা ভিড় করছেন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরকষাকষি যেমন হচ্ছে, বিক্রিও হচ্ছে সেরকম।
তবে মূল মার্কেটের পাশাপাশি ফুটপাতে থাকা দোকানগুলোতেও অসংখ্য ক্রেতা দেখা গেছে। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সীদের কাপড় পাওয়া যাচ্ছে এসব দোকানে। ক্রেতারা বলছেন, মার্কেটের তুলনায় ফুটপাতের দোকনগুলোতে দাম তুলনামূলকভাবে কম থাকায় তারা এসব দোকান থেকে কেনাকাটা সারছেন। অন্য দিকে দোকানের বিক্রেতারা বলছেন, ক্রেতা বেশি হওয়ায় ব্যবসা বেশি করতে কম লাভেই কাপড় বিক্রি করে থাকেন তারা। আর মার্কেটের দোকানের তুলনায় তাদের আনুষঙ্গিক খরচ কম হওয়ায় কম দামে কাপড় বিক্রির পরও ক্ষতির মুখে পড়তে হয় না বলে জানান এই দোকানগুলোর বিক্রেতারা।
উত্তরা থেকে আসা রেহনুমা পারভীন বলেন, নিউমার্কেট এলাকায় একসঙ্গে সব ধরনের কাপড় পাওয়া যায়। মার্কেট বেশি আর দোকানের সংখ্যাও বেশি। তাই পছন্দমতো দরদাম করে কাপড় কেনা যায়। এজন্যই পরিবারসহ কাপড় কিনতে এসেছি।
কামরাঙ্গীরচর থেকে আসা রুবায়েত বলেন, আজ অফিস ছুটির দিন। অন্য দিন কেনাকাটা করার তেমন সুযোগ পাই না। এজন্য আজ আসলাম। মার্কেট ঘুরে দেখছি। মার্কেটের তুলনায় ফুটপাতে কম দামে কাপড় পাওয়া যায়। পরিবারের সবার জন্য কেনাকাটা করব।
- আরও পড়ুন
- শীতের কাপড়ের বাজার গরম, কম্বল-কমফোর্টারে ঝোঁক ক্রেতার
- ক্রেতাশূন্য নিউমার্কেট, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
মার্কেটের ব্যবসায়ী আফিল উদ্দীন বলেন, গত কয়েকদিন ঢাকায় শীত বেশি। কিছুদিন আগে শীতের জন্য একটু পাতলা কাপড় হলেও চলতো। এখন মোটা কাপড় ছাড়া চলাচল কষ্টকর হয়ে পড়ছে। এজন্য মার্কেটে ক্রেতার সংখ্যা বেশি। বেশ ভালো বিক্রি হচ্ছে। এবার শীতে গত দুই-তিন দিন ধরে সর্বোচ্চ বিক্রি হচ্ছে।
ফুটপাতের বিক্রেতা সজিব বলেন, আমরা একদামে কাপড় বিক্রি করি। অনেক বিক্রি হওয়ায় কম লাভে কাপড় ছেড়ে দেই। তাই আমাদের ক্রেতার সংখ্যাও বেশি। কয়েকদিন ধরেই ভালো বিক্রি হচ্ছে।
এসব এলাকার মার্কেট ঘুরে দেখা গেছে, কাপড়ের মান ভেদে ২০০ টাকা থেকে দুই-তিন হাজার টাকা দামে কাপড় বিক্রি হচ্ছে। সোয়েটার ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হুডি ৪০০ থেকে ৮০০ টাকায়, জ্যাকেট ১০০০ থেকে ৩০০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া চাদরের মান ভেদে ৪০০ টাকা থেকে ২০০০ টাকা, মহিলাদের সোয়েটার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত এরকম দামের কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে। তাছাড়া কানটুপি, মাফলার ও মোজার দোকানেও ভিড় দেখা গেছে।
এনএস/এএমএ/এএসএম