ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২২০০ শীতার্ত পরিবারের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

সমাজের দরিদ্র ও শীতার্ত ২২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাউনিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সারাহনাজ কমলিকা জামান এ শীতবস্ত্র বিতরণ করেন

প্রধান অতিথি সারাহনাজ কমলিকা জামান ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা দেওয়ার জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সব সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী; সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী; সামরিক কর্মকর্তারা; অন্যান্য পদবির সেনাসদস্য; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

টিটি/এমআরএম/জেআইএম