৬৫ ডিআইজি-পুলিশ সুপারকে একযোগে বদলি
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব আবু সাঈদ।
- আরও পড়ুন
- চার জেলায় নতুন পুলিশ সুপার
- কর্মকর্তা-কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা
- সচিবালয়ে আগুনের পর সরানো হলো পুলিশের ডিসি তানভীরকে
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
• ১৭ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির নামের তালিকা
• ৪৮ পুলিশ সুপারের নামের তালিকা
টিটি/বিএ/এমএস