ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

রাজধানীর লালবাগ থানার জেএন শাহ রোড এলাকায় লিবার্টি ক্লাবের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে রাত ২টা ৩০ মিনিটে লালবাগের জেএন শাহ রোডের লিবার্টি ক্লাবের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারি পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামী পেশায় অটোরিকশাচালক ছিলেন। ওই এলাকার আলমগীর, জাহাঙ্গীর ও স্বপনসহ ১০-১৫ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আগে ওদের সঙ্গে মিশতো। এখন তাদের সঙ্গে না যাওয়ায় তারা আমার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন।

এমআরএম/জিকেএস