ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০১ জানুয়ারি ২০২৫

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় নির্মাণাধীন ১৪ তলা ভবনের ছয় তলা থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। রাহিদ ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত রাহিদের চাচা মো. রাব্বানী বলেন, রাহিদ নির্মাণশ্রমিক ছিলেন। বিকেলে নির্মাণাধীন ভবনের ছয় তলায় ইটের গাঁথুনির কাজ করার সময় নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজী আল-আমিন/কেএসআর

বিজ্ঞাপন