ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে মো. ফয়েজ উল্লাহ ওরফে ফয়েজ (৩৮) নামে আট মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে চট্টগ্রামের রাউজান থানাধীন জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৭। গ্রেফতার ফয়েজ জেলার হাটহাজারী থানাধীন বড় মৌলানা সাহেব বাড়ির মো. ওমর ফারুকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে আট মামলার সাজাপ্রাপ্ত আসামি ফয়েজকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। গ্রেফতার ব্যক্তিকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

এমডিআইএইচ/এমকেআর/এমএস