বছরের প্রথম দিন যেমন থাকবে দেশের আবহাওয়া
এ বছর ডিসেম্বর মাসে দেশে প্রথম ধাপে শৈত্যপ্রবাহের পর সারাদেশে শীতের প্রকোপ কমেছে। পৌষ মাসের মাঝামাঝি সময়ে বিচ্ছিন্নভাবে কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে আগামীকাল বছরের শুরু থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে। ঘন কুয়াশা থাকতে পারে দুপুর পর্যন্ত।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
- আরও পড়ুন:
- পঞ্চগড়ে আবারো ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা
- পাঁচদিন শৈত্যপ্রবাহের পর পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা
তিনি জানান, এ সময় দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের কোথাও কোথাও তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, আগামী তিনদিন সারাদেশ শীতের প্রকোপ থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরএএস/এমআরএম/এএসএম