ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটিকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন দাখিলের পর প্রধান উপদেষ্টা প্রায় এক ঘণ্টা তাদের কাছ থেকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্যপত্র নিয়ে আলোচনা করেন।

অক্লান্ত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দাখিল করায় তিনি তদন্ত কমিটিকে অভিনন্দন জানান।

বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তদন্ত কমিটির সদস্যদের কাছে সচিবালয়ে ভবিষ্যতে অগ্নিকাণ্ড যেন না ঘটে সে ব্যাপারে দীর্ঘমেয়াদি ভিত্তিতে কী কী করা যেতে পারে সে সম্পর্কে সরকারকে অবহিত করতে নির্দেশনা দেন।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাকসুদ হেলালী, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রাসেল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপ-প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

এমইউ/বিএ/এমএস