ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করলো র‍্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন শ্রমিককে অপহরণ হয়। এ ঘটনায় অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাব।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ৩০ ডিসেম্বর টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে বনকর্মীদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করলো র‍্যাব

এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত উদ্ধার হবে।

কারা অপহরণ করেছে জানা গেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দুষ্কৃতকারীরা অপহরণ করেছে।

টিটি/বিএ/এএসএম