ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বন্ধ ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

অবশেষে সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দিনগত রাতে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

অস্থায়ী পাসের মাধ্যমে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও তারা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। পরে সচিবালয়ে প্রবেশের অনুমতি মিলেছে দুপুর ২টায়।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

এ সময়ে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের দেওয়া তালিকা অনুযায়ী সীমিত সংখ্যক সাংবাদিক এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

সোমবারও আগুন লাগা ৭ নম্বর ভবন বন্ধ ছিল। এই ভবনে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

উপদেষ্টা ও সচিব ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী কক্ষ এবং পাঁচ নম্বর গেট দিয়ে হেঁটে প্রবেশ করেন।

গাড়ি প্রবেশ করতে না দেওয়ায় সচিবালয়ের ভেতরের চত্বর প্রায় ফাঁকা পড়ে আছে। কর্মকর্তাদের বেশিরভাগ গাড়ি সচিবালয়ের চারিপাশের সড়কে পার্কিং করে রাখতে দেখা গেছে।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

আরএমএম/এমআইএইচএস/এমএস