ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৩২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামসুল ইসলাম বলেছেন, বিশ্বের প্রতিটি বিপ্লবে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, পরিবর্তন কখনো সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে, কাজ করবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নেই একমাত্র ইসলামী শ্রমনীতিতেই রয়েছে শান্তি।

আ.ন.ম শামসুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনে ভূমিকা রেখেছেন। আগামীতে নির্বাচন হবে, কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না। তাই শ্রমিকের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে, যারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে। শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন আশা করা যায় না।

কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, কর্ণফুলী উপজেলার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মনির আবছার চৌধুরী, দক্ষিণ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রফিক বশরী, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সিকদার, শরফুল আমিন চৌধুরী।

সম্মেলনে মুহাম্মদ আবুল মনছুরকে সভাপতি ও মুহাম্মদ মুহাইমিনুল হককে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম