ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিজ্ঞপ্তিতে অ্যাক্রিডিটেশন বাতিলের কথা বলা হয়নি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অ্যাক্রিডিটেশন বাতিলের কথা বলা হয়নি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। রোববার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনের বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেও সে ভাষাটি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে বিজ্ঞপ্তিতে কোনোভাবেই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা বলা হয়নি। কেউ যদি এমনটি মনে করেন সেটি তার ব্যক্তিগত ব্যাপারই বলবো।

তিনি বলেন, এ মুহূর্তে সচিবালয় একটি ক্রাইম সিন, এটি প্রটেক্ট করতে হবে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ তদন্ত চালাচ্ছে। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ (কেপিআই) জায়গায় এমন একটা দুর্ঘটনা ঘটেছে যার ফলে দেশের একটা বড় বিপর্যয় ঘটেছে। এখানে সুষ্ঠু তদন্ত পরিচালনার জন্য আমরা সহায়তা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা এ ব্যাপারে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।

সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি খুবই সাময়িক মন্তব্য করে আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, তদন্তের প্রয়োজনে ও সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে। ক্রাইম সিনে বেশি লোকের যাতায়াত থাকলে আলামত নষ্ট হতে পারে।

এমআইএইচএস/জিকেএস