ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪ জেলা জজকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

চার জেলা জজ ও সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিস কাউন্সিলের এ কর্মকর্তাদের বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক (জেলা জজ) নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক (জেলা জজ) শাহরিয়ার কবিরকে গাজীপুরের মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকার শ্রম আপিল ট্রাইবুনালের সদস্য জেলা জজ কিরণ শঙ্কর হালদার এবং আইন কমিশনের সচিব জেলা জজ উম্মে কুলসুমকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আরএমএম/জেএইচ/জেআইএম