ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিসি ক্যামেরায় ওয়াই-ফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদুর রহমান বলেন, নিহত রুবেল সিসি ক্যামেরার ওয়াই-ফাই সংযোগের কাজ করছিল। এসময় অসাবধানতাবশত তারে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/