রিজওয়ানা হাসান
সচিবালয়ে অগ্নিকাণ্ড: গোয়েন্দা তথ্য থাকলে সরকার বসে থাকতো না
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত বলে অভিমত ব্যক্ত করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না এমন এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ব্যাপারে পর্যাপ্ত বা অপর্যাপ্ত তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত। তথ্যের প্রবাহটা ঠিক আছে কি না সেটাও তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখতে হবে। কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না।
এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি