ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাতক্ষীরা-ভেটখালী সড়কের টেন্ডার বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০৫ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  

বৈঠকে সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০৫ এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ২টি দরপত্র জমা পড়ে।  

তার মধ্যে মাত্র একটি দরপ্রস্তাব রেসপনসিভ বিবেচিত হয়। এক্ষেত্রে দরপত্রটিতে একজন মাত্র দরপত্রদাতা রেসপনসিভ বিবেচিত হওয়ায় কার্যকর প্রতিযোগিতার অভাব পরিলক্ষিত হয়। অধিক সংখ্যাক দরদাতার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য টেক আই হোপের সুপারিশ বাতিল করে ক্রয় প্রস্তাবটির নতুনভাবে পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। 

এমএএস/কেএসআর