ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেমরায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে ২০০নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহতের শ্যালক শান্ত বলেন, আমার দুলাভাই আগে বেকারির মাল জায়গায় জায়গায় পৌঁছে দিত। উনি স্ট্রোক করে অসুস্থ হওয়ার পর থেকে আর কাজ করতে পারতেন না বলে বাসাতেই থাকতেন। তিনি আজ সকালে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর জেলার চিনিপাড়া গ্রামে। তিনি সেখানকার মৃত আফজাল হোসেনের সন্তান। ঢাকায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিহত শফিকুল ইসলাম এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ/জিকেএস