ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো খাল পাড়ে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার খাল পাড় থেকে দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার অস্ত্র ও বুলেট ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। সাগরিকার কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে ঝোপের মধ্যে পড়ে ছিল এসব অস্ত্র।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের খবরে ৫ আগস্ট নগরীর বেশ কয়েকটি থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। থানা থেকে লুট করে নেওয়া হয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন মালামাল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় সাগরিকা এলাকা থেকে দুইটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করা হয়েছে। মূলত থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম