ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিখোঁজের ৪ দিন পর ফিরেছেন সহ-সমন্বয়ক খালেদ হাসান

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের চার দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালেদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। তিনি জহিরুল হক হলে থাকেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি রিকশায় বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আসেন। পরে সহপাঠীরা রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সহপাঠী আহসান হাবীব ইমরোজ জানান, গত ২০ ডিসেম্বর সার্জেন্ট জহুরুল হক হল থেকে নিখোঁজ হন খালেদ ।গত রাতে হঠাৎ হলে ফিরে আসেন। এসেই অসুস্থ হয়ে পড়লে নীলক্ষেত থানার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল নেওয়া হয়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, গত ৪দিন সে কোথায় বা কার সঙ্গে ছিল তা এখনও জানা যায়নি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। সুস্থ হলে বিষয়টা সম্পূর্ণ জানা যাবে।

নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)মো. আল আমিন জানান, ঢাবির শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান নিখোঁজের পরপরই একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশায় ঢাবির হলে ফিরে অসুস্থ হয়ে পড়েন ।পরে অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

তিনি আরও জানান, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ ১০তলার ১০৪ নম্বর ক্যাবিনে ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে তার।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম