ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গত সাড়ে তিন মাসে বিভিন্ন দেশের আড়াই হাজারেরও বেশি চিফ এক্সিকিউটিভের সঙ্গে মিটিং করেছেন। তিনি এসে বিআইডিএকে সম্পূর্ণ বিনিয়োগবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার জননী অনেক ধরনের উন্নয়নের গল্প করেছেন। এ সময়ে অর্থনীতি দুটি শব্দের ওপর নির্ভরশীল ছিল। সেগুলো হলো দেশ ও বিদেশের সস্তা শ্রমিক।

এমইউ/এসএনআর/এএসএম