ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করার চিন্তা চীনের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার ইউনিট স্থাপনের চিন্তাভাবনা করছে চীন। অনেক দেশের তুলনায় এদেশে কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় তারা আগ্রহী হয়েছে। বর্তমানে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিটিং হয়েছিল। ওই সময় তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার ইউনিট স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার প্রস্তাবে সাড়া দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন। তারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

এমএসএম