ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে এমসিসি ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মিরপুরে এমসিসি ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, মিরপুর ১১ নম্বরে অবস্থিত এমসিসি ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/এমএসএম